Thank you for trying Sticky AMP!!

মদিনায় সোফা কারখানায় আগুনে ছয় বাংলাদেশিসহ নিহত ৭

মদিনায় পুড়ে যাওয়া সেই সোফা কারখানা

সৌদি আরবের মদিনা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে অবস্থিত এক সোফা কারখানায় অগ্নিকাণ্ডে সাত প্রবাসী মারা গেছেন। এর মধ্যে ছয়জন বাংলাদেশি বলে জানিয়েছে সৌদির জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়।

গতকাল বুধবার রাত চারটার দিকে ওই অগ্নিকাণ্ড হয় বলে জানা গেছে। নিহত লোকজনের দেহ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত লোকজনের মধ্যে একই পরিবারের দুই সদস্যও রয়েছেন।

মদিনায় পুড়ে যাওয়া সেই সোফা কারখানা

মদিনার উয়ুন থানা সূত্রে নিহত সাত বাংলাদেশির মধ্যে ছয়জনের পরিচয় জানতে পেরেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। তাঁরা হলেন চট্টগ্রামের লোহাগাড়ার সাম্বিরপাড়া এলাকার সুলতান আহামেদের ছেলে মিজানুর রহমান ও মো. আরাফাত হোসেন মানিক, কক্সবাজারের মহেশখালীর ঘাতিভাঙ্গা এলাকার জালাল আহমেদের ছেলে ইসহাক মিয়া, একই এলাকার কবির আহমেদের ছেলে আবদুল আযিয ও আবু গফুরের ছেলে মো. রফিক উদ্দিন।

সৌদির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অগ্নিকাণ্ডে নিহত অপর একজন বাংলাদেশির পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। মদিনায় অবস্থানরত কনস্যুলেট প্রতিনিধি ঘটনাস্থল ও থানা পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তিদের পরিবার মৃত্যুজনিত ক্ষতিপূরণ (ওয়ার্কম্যান কম্পেনসেশান) পাবেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।