Thank you for trying Sticky AMP!!

মধুর বসন্ত এসেছে

>রাত পোহালেই বসন্তের আনুষ্ঠানিক শুরু। তবে ফুল তো আর দিনপঞ্জি দেখে ফোটে না! ফুল ফুটেছে। ফুলের মধু খেতে আসছে পাখি। এই ফুল থেকে ওই ফুলে ঘুরে বেড়াচ্ছে মৌমাছি। রুক্ষ গাছ ছেয়ে যাচ্ছে নবপল্লবে। নগরের প্রকৃতিপ্রেমীরাও প্রকৃতির এই নবরূপ দেখতে আসছেন রমনা পার্কে। ছবিগুলো মঙ্গলবার রাজধানীর রমনা পার্ক থেকে ক্যামেরাবন্দী করা।
শুকনো পাতা পড়ে আছে মাটিতে।
ফুল আর ফুল।
মধু সংগ্রহে এসেছে মৌমাছি।
শীতের শেষে রুক্ষ গাছে গজাচ্ছে নবপল্লব।
নানা রঙের ডালিয়া।
খাওয়ায় ব্যস্ত এক কাঠবিড়ালি।
ফুল ফুটেছে, বুলবুলি এসেছে মধু খেতে।