Thank you for trying Sticky AMP!!

মনোনয়নপত্র জমা দিতে শেষ দিনের ভিড়

>একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান সম্ভাব্য প্রার্থীরা। আজ বুধবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ঢাকা মহানগরের প্রার্থীরা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান। ঘোষিত তফসিল অনুযায়ী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। তাই আজ সবচেয়ে বেশি ভিড় ছিল। নির্বাচন কমিশন নিয়ম বেঁধে দেয়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন প্রার্থীর সঙ্গে সাতজনের বেশি লোক থাকতে পারবেন না। কিন্তু অনেকেই এই নিয়ম মানেননি। ছবিগুলো আজকের।
কর্মী-সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন।
ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের হয়ে লড়বেন হাজি সেলিম। মনোনয়নপত্র জমা দিচ্ছেন তিনি।
ঢাকা-৭ আসনে নির্বাচন করবেন গণঐক্যের সভাপতি ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
ব্যস্ত সময় পার করছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কর্মীরা।
সাতজনের বেশি লোক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা।
মনোনয়নপত্র জমা দিচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ।
বিএনপির সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসনে লড়তে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ইলিয়াস আলী মোল্লাহ। সেলফি তুলছেন তাঁর এক কর্মী।
মনোনয়নপত্র জমা দিতে এসেছেন মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব আবদুস সালাম। তিনি লড়বেন ঢাকা-১৩ থেকে।
ঢাকা-৬ আসনে নির্বাচন করবেন জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ। মনোনয়নপত্র জমা দিচ্ছেন তিনি।