Thank you for trying Sticky AMP!!

মনোনয়নপত্র জমা দিলেন সিমিন হোসেন রিমি

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমি দলীয় নেতা-কর্মী ও স্বজনদের নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সোমবার কাপাসিয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। প্রথম আলো

এ সময় তাঁর বোন শারমিন আহমদ, মাহজাবিন আহমদ, স্বামী মোস্তাক হোসেন, ছেলে রাকিব হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রবীণ শিক্ষক আবদুল কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ উপস্থিত ছিলেন।

সিমিন হোসেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংসদ সিমিন হোসেন প্রথম আলোকে বলেন, ‘বস্তুগত উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্মের মনোজগতের উন্নয়ন আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য আমি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বই পড়া কর্মসূচিকে বিস্তৃত করব। এখন ৪৫টি স্কুলে এই কর্মসূচি চালু আছে। মানুষ যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই পথ তৈরি করে দিতে চাই।’

সিমিন হোসেন আরও বলেন, ‘গতানুগতিক প্রতিশ্রুতির বাইরে দেশসেবার অংশ আমার রাজনীতি, যেখানে মানুষ প্রধান অনুষঙ্গ। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ প্রয়োজন।’