Thank you for trying Sticky AMP!!

মহানন্দায় ধরা পড়ল এক মণের বাগাড়

তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে ধরা পড়েছে ৪২ কেজি ওজনের বাঘাইড় মাছ। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে এক মণ ওজনের একটি বাগাড় ধরা পড়েছে। গতকাল শুক্রবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার সর্দারপাড়া এলাকাসংলগ্ন মহানন্দা নদীতে একদল পাথরশ্রমিকের জালে মাছটি আটকা পড়ে।

স্থানীয় ব্যক্তিরা জানান, মহানন্দা নদীর পানি কিছুটা কমে যাওয়ায় ১২ থেকে ১৩ জন পাথরশ্রমিক বড় জাল নিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে তাঁদের জালে বিশাল আকৃতির বাগাড় আটকা পড়ে। পরে ওজন মাপা হলে মাছটি ৪০ কেজি হয়।

এদিকে মাছ শিকার করে নদীসংলগ্ন রাস্তায় নিয়ে গেলে মুহূর্তের মধ্যে ঘটনা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ মাছটি দেখতে ভিড় জমায়। পরে পাথরশ্রমিকেরা নিজেদের মধ্যে মাছটি ভাগ-বাঁটোয়ারা করে নেন।

এ বিষয়ে পাথরশ্রমিক বিপ্লব, রেজাউল ও নাদির বলেন, তাঁরা কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে গেলে ৪০ কেজি ওজনের বাগাড়টি আটকা পড়ে। তাঁরা মাছটি বিক্রি না করে নিজেরা ভাগাভাগি করে নেন। এর আগে ওই নদীতে আইড় ও বোয়ালসহ বিভিন্ন মাছ ধরা পড়লেও এই প্রথম বাগাড় ধরা পড়ল বলে তাঁরা জানান।