Thank you for trying Sticky AMP!!

পর্যাপ্ততা সত্বেও মাংস আমদানির সিদ্ধান্ত কেন, তা জানতে চেয়েছেন হাইকোর্ট

ফাইল ছবি

দেশে পর্যাপ্ততা থাকা সত্বেও বিদেশ থেকে গবাদিপশুর মাংস আনার সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না, (অবৈধ হবে না) তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গবাদিপশুর মাংসের মান ও বিশুদ্ধতা নিশ্চিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা–ও জানতে চাওয়া হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোছাব্বির হোসেন গত সপ্তাহে ওই রিট করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. কামরুজ্জামান ও নাজমুল হুদা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।

রুলের বিষয়ে জানিয়ে আইনজীবী কামরুজ্জামান বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুসারে, দেশে গবাদিপশুর মাংসের চাহিদা ৭২ দশমিক ৯৪ লাখ মেট্রিক টন। দেশে উৎপাদন হয় ৭৫ দশমিক ১৪ লাখ মেট্রিক টন। এ অবস্থায় সরকার বিদেশ থেকে গবাদিপশুর মাংস আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে গণমাধ্যমে খবর বের হয়েছে। এই সিদ্ধান্তের বৈধতা নিয়ে রিটটি করা হয়েছে।