Thank you for trying Sticky AMP!!

মাগুরায় কোভিডে একজনের মৃত্যু

মাগুরায় কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে আজ বুধবার সকালে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম আবদুর রহিম (৬৩)। শহরের পুলিশ লাইনপাড়ায় নিজ বাসায় মারা যান তিনি।

সিভিল সার্জন কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বে থাকা চিকিৎসক আরিফুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত হয়ে সাতজন মারা গেছেন। এর মধ্যে এ মাসের প্রথম আট দিনেই চারজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, আগে হৃদ্‌রোগ, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন ওই ব্যক্তি। গত সোমবার তাঁর নমুনা যশোর ল্যাবে পাঠানো হয়েছিল। আজ সকালে নমুনার ফলাফল পজিটিভ আসে। প্রতিবেদন পাওয়ার কিছু সময় পর মৃত্যু হয় আবদুর রহিমের।


আজ জেলায় সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩। সুস্থ হয়েছেন ৬৯ জন।


এদিকে সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া ও জেলাপাড়ার আংশিক এলাকা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আগে থেকেই লকডাউনে রয়েছে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের দুটি মহল্লা।