Thank you for trying Sticky AMP!!

মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

মাগুরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শিশুরা হলো মাগুরা সদর উপজেলার কুকিলা গ্রামের আতর মল্লিকের ছেলে ওয়াজকুরুনি (৪), চন্দনপ্রতাপ গ্রামের এনামুল মোল্লার ছেলে আকাইদ (২) ও শ্রীপুর উপজেলার মাঙ্গনডাঙ্গা গ্রামে সোহাগ মোল্লার মেয়ে তাসলিমা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওয়াজকুরুনি সমবয়সী অন্যদের সঙ্গে বাড়ির পাশে গভীর জলাশয়ে গোসল করতে নামে। অন্যরা গোসল সেরে উঠে এলেও সে পানিতে তলিয়ে যায়। পরে অন্য শিশুরা বাড়িতে গিয়ে খবর দিলে পরিবারের লোকজন এসে ওয়াজকুরুনির লাশ উদ্ধার করেন।

এদিকে বিকেলে চন্দনপ্রতাপ গ্রামের দুই বছরের শিশু আকাইদ পানিতে ডুবে মারা গেছে। পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির সবাই তখন পাটের আঁশ ছড়ানোর কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। এরই মধ্যে সবার অজান্তে আকাইদ ঘরের পাশে জলাশয়ে পড়ে মারা যায়। পরে পানিতে লাশ ভেসে উঠলে উদ্ধার করেন পরিবারের লোকজন।

দুপুরে শ্রীপুর উপজেলার মাঙ্গনডাঙ্গা গ্রামে দেড় বছর বয়সী শিশু তাসলিমা বাড়ির টিউবওয়েলের গর্তের পানিতে ডুবে মারা গেছে। তসলিমাকে বাড়িতে রেখে তার মা–বাবা গবাদিপশুর জন্য মাঠে খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন।

তিনটি ঘটনায় সদর ও শ্রীপুর থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।