Thank you for trying Sticky AMP!!

মাছ দুটির দাম ৩২ হাজার টাকা

বাগাড় মাছ দেখতে কোর্ট মাঠে অনেক মানুষ ভিড় জমান। এ সময় তাঁরা মাছের সঙ্গে ছবি তোলেন। সিংড়া, নাটোর, ৭ অক্টোবর। ছবি: মুক্তার হোসেন

নাটোরের সিংড়ায় দুটি বাগাড় মাছ ৩২ হাজার টাকায় বিক্রি হয়েছে। সোমবার দুপুরে যমুনা থেকে শিকার করা ওই মাছ দুটি সিংড়ার কোর্ট মাঠে বিক্রি করা হয়।

স্থানীয় লোকজন বলেন, ইসমাইল হোসেন নামের একজন মাছ দুটি যমুনা নদী থেকে ধরে সিংড়ায় যান। মাছ দুটির একটির ওজন ২০ কেজি ও অন্যটির ১০ কেজি। কোর্ট মাঠে বাগাড় মাছ দেখতে অনেক মানুষ ভিড় জমান। অনেকে মাছের সঙ্গে মুঠোফোনে সেলফিও তোলেন। বেলা একটার দিকে কয়েকজন তরুণ ব্যবসায়ী সম্মিলিতভাবে ২০ হাজার টাকায় বড় মাছটি কিনে নেন। ছোট মাছটি ১২ হাজার টাকায় বিক্রি হয়।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি আখতারুজ্জামান বলেন, বাগাড় মাছ এখন নদী থেকে ধরা হলেও একসময় এ ধরনের মাছ চলনবিলেই পাওয়া যেত। কিন্তু পানির গভীরতা কমে যাওয়ায় বাগাড়সহ ৩৯ প্রজাতির মাছ বিলে আর পাওয়া যায় না।