Thank you for trying Sticky AMP!!

মাথার ওপর তারের জট

>পদচারী-সেতুর ওপর অপরিকল্পিতভাবে ঝুলে রয়েছে বৈদ্যুতিক তার, যার নিচ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। সদরঘাট, বাংলাবাজারের চৌরাস্তার পদচারী-সেতুটির এ অবস্থা দীর্ঘদিনের। সেতুটি নিয়মিত ব্যবহারকারী ঢাকা কলেজিয়েট স্কুলের ছাত্র পাপাই জানায়, প্রতিদিনই সে মাথা নুইয়ে বৈদ্যুতিক তারগুলো থেকে গা বাঁচিয়ে চলে। ইসলামপুর এলাকার এক ব্যবসায়ীর অভিযোগ, এসব তারের মধ্যে আশপাশের এলাকার ফুটপাতের দোকানের জন্য অবৈধভাবে বিদ্যুতের লাইন টেনে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা কেউ বিষয়টি দেখেও যেন দেখছেন না।
পদচারী-সেতুর ওপর অপরিকল্পিতভাবে কুণ্ডলী পাকিয়ে ঝুলে রয়েছে বৈদ্যুতিক তার।
পদচারী-সেতুটি ব্যবহার করে পাশের কয়েকটি স্কুলে শিক্ষার্থীরা। সাধারণ মানুষদের সঙ্গে তারাও ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে।
তারের যন্ত্রণায় পদচারী-সেতুটি অনেকেই এড়িয়ে চলেন।
পদচারী-সেতুটির বেশির ভাগ পিলারই হয়ে গেছে তারের খুঁটি। তারজটের কারণে এই সেতুটি এখন চলাচলকারীদের জন্য আতঙ্ক।