Thank you for trying Sticky AMP!!

মাদ্রাসা বোর্ডে পাসের হার সামান্য বেড়েছে

প্রথম আলো ফাইল ছবি।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় পাসের হার সামান্য বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা।

এই পরীক্ষায় এবার গড় পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। গতবারের চেয়ে বেড়েছে ১ দশমিক ৬৫ শতাংশ। গতবার পাসের হার ছিল ৭৭ দশমিক ০২ শতাংশ।

ফলাফল ঘোষণার পর রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: সাইফুল ইসলাম

জিপিএ-৫ কমেছে ৫৭১টি। এবার জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ২৪৪ জন। গতবার পেয়েছিলেন ১ হাজার ৮১৫ জন।

এ বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ৯৭ হাজার ৭৯৩ জন। পাস করেছেন ৭৬ হাজার ৯৩২ জন।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের উল্লাস। ছবি: দীপু মালাকার

আজ বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। সকাল ১০টার পর গণভবনে এক অনুষ্ঠানে তাঁরা ফলাফলের এই অনুলিপি তুলে দেন।

শিক্ষামন্ত্রী বেলা একটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত ফলাফল জানাবেন।

ঢাকা কলেজে এইচএসসির রেজাল্ট দেখছেন শিক্ষার্থীরা। ছবি: দীপু মালাকার