Thank you for trying Sticky AMP!!

মাধ্যমিকেও সরস্বতীপূজার ছুটি ৩০ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর এবার দেশের সব মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়েও সরস্বতীপূজার নির্ধারিত ছুটি ৩০ জানুয়ারি করা হয়েছে। আগে এই ছুটি নির্ধারিত ছিল ২৯ জানুয়ারি।

নতুন এই তারিখ নির্ধারণ করে আজ মঙ্গলবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গতকাল সোমবার প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নির্ধারণ করে আদেশ জারি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এবার সরস্বতীপূজার ছুটি এবং ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ নিয়ে বিতর্ক দেখা দেয়। প্রথমে দুই সিটির ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছিল ৩০ জানুয়ারি। তবে এই দিনে সরস্বতীপূজা থাকায় বিতর্ক ওঠে এবং ভোটের দিন পেছানোর দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনের মুখে পরে ভোট গ্রহণের তারিখ পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়। এর জের ধরে আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখও পিছিয়ে ৩ ফেব্রুয়ারি করা হয়।