Thank you for trying Sticky AMP!!

মানহানির দুই মামলায় খালেদার জামিন বিষয়ে সিদ্ধান্ত কাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মানহানির দুই মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন মিলবে কি না, তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার।

পৃথক দুই মামলায় জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর কাল মঙ্গলবার আদেশের জন্য দিন রেখেছেন হাইকোর্ট।

আজ সোমবার আবেদনের ওপর শুনানি নেন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। পরে আদালত আদেশের দিন ধার্য করেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এফ আর খান।

পরে এফ আর খান প্রথম আলোকে বলেন, ওই দুই মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। হাইকোর্ট কাল মঙ্গলবার আদেশের জন্য দিন ধার্য করেছেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ২০১৪ সালের ২১ অক্টোবর আদালতে নালিশি মামলা করেন। দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেন এ বি সিদ্দিকী।