Thank you for trying Sticky AMP!!

মানুষের সচেতনতা টাও জরুরি

সড়কে শৃঙ্খলা ফেরাতে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীরা পথ দেখিয়েছে। সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থনও পেয়েছিল স্কুল-কলেজের ছেলেমেয়েদের নিরাপদ সড়কের আন্দোলন। তবে আন্দোলনের পরপরই সাধারণ মানুষও ভাঙতে শুরু করল ট্রাফিক আইন। যত্রতত্র সড়ক পার, পদচারী সেতু ব্যবহার না করা, উল্টো পথ ও ফুটপাতে মোটরসাইকেল চালানো, এক মোটরসাইকেলে চালকসহ দুইয়ের অধিক লোক ওঠা, হেলমেট ব্যবহার না করা ইত্যাদি কারণেও সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। সড়কে শৃঙ্খলা আনতে নাগরিকদের সচেতনতা জরুরি বলে মনে করেন নগরবিদেরা। ছবিগুলো রোববারের।
কাছে পদচারী সেতু থাকতেও তা ব্যবহার করেন না অনেকে। দল বেঁধে সড়ক পার হচ্ছেন পথচারীরা। কল্যাণপুর, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
মহাসড়কের ভাঙা অংশ দিয়ে পার হচ্ছেন পথচারীরা, পার হচ্ছে মোটরসাইকেলও। দনিয়া, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
কানে ইয়ারফোন লাগিয়ে সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হচ্ছেন এক তরুণ। মহাখালী, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: সাজিদ হোসেন
সিগনাল না মেনে সড়কে ঢুকে পড়েছে মোটরসাইকেল। বাংলামোটর, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ
সড়ক বিভাজক ডিঙিয়ে সড়ক পার হচ্ছেন একজন। এভাবে ঝুঁকি নিয়ে সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটে, তবুও সচেতনতা বাড়ছে না। গাবতলী, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
উল্টো পথে মোটরসাইকেল। শনির আখড়া, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
কাছেই পদচারী সেতু। তারপরও অনেকে তা ব্যবহার না করে ঝুঁকি নিয়ে এভাবে সড়ক পার হন। শ্যামলী, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম
মহাসড়কের ভাঙা অংশ দিয়ে পার হচ্ছে যাত্রীবাহী রিকশা। মাতুয়াইল, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: দীপু মালাকার
বাসে উঠতে হুট করেই সড়কে নেমে পড়েছেন একজন। শাহবাগ, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: শুভ্র কান্তি দাশ
মোটরসাইকেলের সামনে শিশুকে বসিয়ে ছুটছেন একজন। শিশুটির মাথায় নেই হেলমেট। শ্যামলী, ঢাকা, ২১ অক্টোবর। ছবি: আবদুস সালাম