Thank you for trying Sticky AMP!!

মান পরীক্ষায় উত্তীর্ণ প্রাণের তিন পণ্য

প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার আর লাচ্ছা সেমাই বিক্রয় এবং বিপনণে কোনো বাধা নেই। সরকারি মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এই তিনটি পণ্যের পরীক্ষা করে মানসম্পন্ন বলে সত্যায়িত করেছে। প্রাণ-আরএফএল গ্রুপের জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক জিয়াউল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএসটিআই এক চিঠি দিয়ে প্রাণ এগ্রো লিমিটেডকে জানিয়েছে, প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার আর লাচ্ছা সেমাই মানসম্পন্ন।

বিএসটিআইয়ের পরিচালক (সিএম) এস এম ইসহাক আলী বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মান পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় প্রাণের গুঁড়া হলুদ, কারি পাউডার আর লাচ্ছা সেমাই বিক্রয় এবং বিপনণে কোনো বাধা নেই।