Thank you for trying Sticky AMP!!

মায়ের জন্য বাটি আনতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সদর উপজেলায় খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুর নাম মো. সাঈদ (৫)। সে পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা এলাকার মো. দুলাল মিয়ার ছেলে।

শিশুটির স্বজন ও স্থানীয় লোকজন জানান, সাঈদের মা রীনা বেগম বাড়ির কাছে জামগাছ থেকে পাকা জাম পাড়ছিলেন। ওই সময় মায়ের সঙ্গে সাঈদও ছিল। জাম কুড়িয়ে রাখার জন্য মায়ের নির্দেশে ঘর থেকে বাটি আনতে যায় সাঈদ। অনেকটা সময় পার হয়ে গেলেও সাঈদ বাটি নিয়ে ফিরে না আসায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় বাড়ির পাশের একটি বাঁশের সাঁকোর নিচে সাঈদের জুতা ভেসে থাকতে দেখা যায়। পরে পানিতে খোঁজাখুঁজি করে সাঈদকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়।

শরিফুল ইসলাম নামের এক গ্রামবাসী প্রথম আলোকে বলেন, ঘর থেকে বাটি আনতে গিয়ে সবার অজান্তে পানিতে পড়ে যায় সাঈদ। আশপাশের লোকজন সাঈদকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সন্তানের জন্য আহাজারি করছিলেন মা রীনা বেগম। তিনি বলেন, ছেলেকে জাম রাখার জন্য বাটি আনতে বলেছিলেন। কোন ফাঁকে পানিতে পড়ে ছেলের মৃত্যু হলো, তা বুঝতেই পারেননি।