Thank you for trying Sticky AMP!!

মিরসরাইয়ে বিনা মূল্যে চিকিৎসা শিবির

মিরসরাইয়ে মহাখালী ইউনিয়নের কবিরহাট উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যে চিকিৎসা শিবির গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে দুই হাজারের বেশি মানুষকে সেবা দেওয়া হয়। দিনব্যাপী এ চিকিৎসা শিবির আয়োজনে সহযোগিতা করেন সামাজিক সংগঠন বিজয়ী ক্লাব, রক্তের বন্ধনে মিরসরাই ও মিরসরাই উপজেলা মানবাধিকার কমিশন। শিবিরে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, কবিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লাহ খান, কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন প্রমুখ।

চিকিৎসাসেবা দেন চিকিৎসক এ এস এম রেজাউল করিম, মো. শওকত আলী, এম কে এম ফয়সল কাদের চৌধুরী, বিপ্লব মজুমদার, সুমন ঘোষ, জুনাইদ আহমেদ, নিলুফা ইয়াসমিন ও তানভীর রশিদ।

চিকিৎসা শিবিরে ব্লাড গ্রুপিং করা হয় আবুরহাট উচ্চবিদ্যালয়, আবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবুরহাট মনিরুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীসহ এক হাজার মানুষের। ডায়াবেটিস পরীক্ষা করা হয় ৬৩০ জনের ও চিকিৎসার ব্যবস্থাপত্র দেওয়া হয় ৯১২ জনকে। এ ছাড়া অর্ধলক্ষাধিক টাকার ওষুধ বিতরণ করা হয়।