Thank you for trying Sticky AMP!!

মিষ্টির প্যাকেটে ওষুধ কেনাবেচা!

>রাজধানীর মোহাম্মদপুরের কসমোপলিটন হোমস মার্কেটের তিনটি ফার্মেসিতে অভিযান চালিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার র‍্যাবের নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাব-২ ও ঔষধ প্রশাসন অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে। এ সময় রয়েল মেডিকেল হল, নরসিংদী ফার্মা ও হামিদা ফার্মা থেকে সরকারি হাসপাতালে বিনা মূল্যে বিতরণের জন্য উৎপাদিত বিপুল পরিমাণের ওষুধ ও সরঞ্জাম জব্দ এবং দুজনকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা পণ্যের মূল্য প্রায় এক কোটি টাকা। রয়েল মেডিকেল হল মিষ্টির বাক্সে করে এসব ওষুধ ও অন্য সরঞ্জাম আনা হতো এবং বিক্রিও হতো ওই প্যাকেটেই। ভ্রাম্যমাণ আদালত তিনটি ফার্মেসি সিলগালা করে দেয়।
গুদাম থেকে জব্দ হওয়া ওষুধ ও সরঞ্জাম।
ফার্মেসির গুদামভর্তি সরকারি ওষুধ ও সরঞ্জাম।
ওষুধ, সিরিঞ্জ, ইনজেকশনের অ্যাম্পুল ইত্যাদি নানা পণ্য জব্দ করা হয়।
রাষ্ট্রায়ত্ত এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের তৈরি অ্যাম্পুল।
ইনজেকশনের বাক্সে স্পষ্ট করে লেখা আছে, ‘সরকারি সম্পত্তি, বিক্রির জন্য নয়।’