Thank you for trying Sticky AMP!!

মুকসুদপুরে বৃদ্ধের মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে করোনায় এক ব্যক্তির (৬৫) মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে তিনি নিজ বাড়িতে আইসোলেসনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত সদস্য।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমিন-উল-হাবিব জানান, উপজেলা সদরের চন্ডিবর্দি গ্রামের ওই ব্যক্তির ২ জুন করোনা শনাক্ত হয়। তিনি বাড়িতে আইসোলেসনে চিকিৎসাধীন ছিলেন। তাঁর আগে থেকেই শ্বাসকষ্ট ও রক্তচাপ ছিল। তিনি বলেন, ‘আমরা তাদের (পরিবার) আগেই বলেছিলাম আপনারা এই রোগীকে ফরিদপুর হাসপাতালে নিয়ে যান। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। আজ হঠাৎ তাঁর শ্বাসকষ্ট বেড়ে শারীরিক অবস্থার অবনতি হলে আমাদের কাছে অ্যাম্বুলেন্স চায়। অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়ার আগেই তিনি মারা যান।’

চিকিৎসক মমিন-উল-হাবিব জানান, ওই ব্যক্তির করোনা শনাক্ত হওয়ার পর ৪ জুন তাঁর স্ত্রী ও সন্তানের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তাঁদের শরীরেও করোনা শনাক্ত হয়েছে। তাঁরা সবাই বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে মুকসুদপুরে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ জনের।

এ পর্যন্ত গোপালগঞ্জে ২৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২০ জন সুস্থ হয়েছেন। আর মৃত্যুবরণ করেছেন দুজন।