Thank you for trying Sticky AMP!!

মুন্সিগঞ্জে মাটির নিচ থেকে পুরোনো গুলি ও ম্যাগাজিন উদ্ধার

মুন্সিগঞ্জে রাস্তার কাজ করতে গিয়ে মাটির নিচে পাওয়া যায় পুরোনো গুলি ও ম্যাগাজিন। কোর্টগাঁও, ১৩ জুলাই। ছবি: ফয়সাল হোসেন

মুন্সিগঞ্জে থ্রি-নট-থ্রি রাইফেলের ৯৫০টি পুরোনো গুলি ও ৩টি ম্যাগাজিন পাওয়া গেছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে শহরের কোর্টগাঁও এলাকায় নালার মাটি খুঁড়তে গিয়ে গুলি-ম্যাগাজিনগুলো পান শ্রমিকেরা। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ের।

প্রত্যক্ষদর্শী ব্যক্তি সূত্রে জানা গেছে, শ্রমিকেরা শহরের মুন্সী বাড়ির পেছনের রাস্তায় নতুন ড্রেন তৈরির জন্য মাটি কাটছিলেন। মাটির দুই ফুট গভীরে গেলে একজনের কোদালে লোহা জাতীয় কিছুর ধাক্কা লাগে। আরও কিছুটা মাটি খুঁড়ে শ্রমিকেরা ব্যাগে মোড়ানো অবস্থায় গুলি ও ম্যাগাজিন দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সেগুলো থানায় নিয়ে যায়।

গুলিগুলো উদ্ধারের সময় পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জ, ১৩ জুলাই। ছবি: ফয়সাল হোসেন

মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন লিখন গাজী প্রথম আলোকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ৯৫০টি গুলি ও ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এগুলো থ্রি-নট-থ্রি রাইফেলের পুরোনো গুলি। ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এগুলো পুঁতে রাখা হয়েছিল।’