Thank you for trying Sticky AMP!!

মুন্সিগঞ্জে ২৩৯ জনের করোনা পরীক্ষা, ১১ জনের শনাক্ত

মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এতে নতুন করে ১১ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৫। সুস্থ হয়েছেন আরও ১২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৯৭ জন। 

আজ শুক্রবার বিকেলে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ।

এ সময় সিভিল সার্জন বলেন, ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৩৯ জনের ফল এসেছে। সেখানে ১১ জনের করোনাভাইরাস পজিটিভ হওয়ার কথা জানানো হয়। সে হিসাবে ওই দিন পরীক্ষা করা নমুনার মাত্র ৪ দশমিক ৬০ শতাংশ মানুষ কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন। কয়েক দিন ধরে আক্রান্তের হার কম। আগের রোগীরাও সুস্থ হয়ে উঠছেন। এটা স্বস্তির কথা।
সিভিল সার্জন আবুল কালাম আজাদের মতে, স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ আরও কমে আসবে।

নতুন সংক্রমিত ১১ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলার ৫ জন, সিরাজদিখানে ২ জন, লৌহজং উপজেলায় ১ জন এবং শ্রীনগর উপজেলায় ৩ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আজ ২৩৯ জনসহ এ পর্যন্ত জেলার মোট ৯ হাজার ৬৯২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৯ হাজার ১২০ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরও ৫৭২ জন।