Thank you for trying Sticky AMP!!

মৃত্যুর দুই দিন পর রিপোর্ট এল করোনা 'পজিটিভ'

ফেনীর দাগনভূঞায় উপসর্গ নিয়ে আবুল কালাম (৭০) নামের এক রোগী মারা যাওয়ার দুই দিন পর জানা গেল, তিনি করোনা ‘পজিটিভ’ ছিলেন। তাঁর বাড়ি দাগনভূঞা পৌরসভার আমানউল্যাপুর গ্রামের হাসপাতাল সড়কে। গত বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়। আজ রোববার তাঁর করোনা রিপোর্ট ‘পজিটিভ’ পাওয়া গেছে।

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবাইয়াত বিন করিম জানান, জ্বর, কাশি ও শ্বাসকষ্টের মতো করোনার উপসর্গ নিয়ে গত বুধবার বিকেলে আবুল কালাম (৭০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে ভর্তি হন। পরদিন বৃহস্পতিবার তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এরপর স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। আজ রোববার তাঁর নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এতে দেখা যায়, তিনি করোনা ‘পজিটিভ’ ছিলেন।