Thank you for trying Sticky AMP!!

মেঘনায় মালামালসহ ট্রলারডুবি, প্রাণে রক্ষা পেয়েছেন ১৫ ব্যবসায়ী

প্রতীকী ছবি

চাঁদপুর শহরের পুরানবাজার–সংলগ্ন মেঘনার মোহনায় প্রচণ্ড ঘূর্ণিস্রোতের তোড়ে মালামালবোঝাই ট্রলার নদীতে ডুবে গেছে। এ সময় স্থানীয় জেলে ও মাঝিদের সহযোগিতায় ব্যবসায়ীরা উদ্ধার হলেও প্রায় ২০ ব্যবসায়ীর ৩০ লাখ টাকা মূল্যের মালামাল নদীতে তলিয়ে গেছে। আজ রোববার বেলা ৩টার দিকে পুরানবাজার থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে মেঘনা নদীর মোহনায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার ট্রলারের চালক মো. আলী জানান, ‘শরীয়তপুর জেলার নড়িয়া থানার আত্রাই ইউনিয়নের ২০ জন ব্যবসায়ীর চাল, ডাল, লবণ, তেল, আটা, ময়দা, ডিম, বিস্কুট, চানাচুর, ভুসিসহ অন্যান্য খাদ্যসামগ্রী কিনে আমার ট্রলারে করে চাঁদপুর থেকে শরীয়তপুরের দিকে রওনা হই। এ সময় উজান থেকে আসা প্রচণ্ড ঘূর্ণিস্রোত ও ঢেউয়ের আঘাতে আমার ট্রলারটি কাত হয়ে ডুবে যায়। ট্রলারে থাকা ১৫ জন ব্যবসায়ী নদীতে ডুবে গেলে মেঘনা নদীতে থাকা জেলে ও মাঝিরা তাঁদের উদ্ধার করেন।’

চাঁদপুর নৌ থানার ওসি মো. জাহিদুল ইসলাম এই নৌ দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে মালামাল নদীতে ডুবে গেছে। সেসব উদ্ধারে নৌ পুলিশ চেষ্টা চালাচ্ছে।