Thank you for trying Sticky AMP!!

মেরাদিয়ার বাঁশের বাজার

রাজধানীর বনশ্রীর মেরাদিয়ার রাস্তার পাশের এই বাজারে সারি সারি সাজানো বাঁশ। বরাক, রেগুন, মুলি, দুলো, টেংরি, পেঁচা, মাহাল, চেওরাসহ কত বাহারি নামের বাঁশ! বিভিন্ন প্রজাতির এসব বাঁশের মধ্যে গাজীপুর, রাজেন্দ্রপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ থেকেই আসে ৮০ শতাংশ বাঁশ। প্রত্যেক দোকানে ক্রেতার চাহিদা অনুসারে যেকোনো মাপে তাঁরা কেটে সরবরাহ করেন। আস্ত বাঁশ ছাড়াও এখানে বাঁশের তৈরি মাচা বিক্রি হয়। দৈর্ঘ্য ও পুরুত্বভেদে প্রতিটি বাঁশ বিক্রি হয় ১৫০ থেকে ৯০০ টাকায়। এখনো নির্মাণকাজে বাঁশের চাহিদা রয়েছে বেশ। ছবিগুলো শনিবার তোলা।