Thank you for trying Sticky AMP!!

মেহেরপুরে করোনায় সাবেক আ.লীগ নেতার মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

মেহেরপুরে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক সাবেক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুল মহিত (৬৫)। তিনি মেহেরপুর পৌর শহরের নতুনপাড়ার বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক। কৃতী ফুটবলার হিসেবেও এলাকায় জনপ্রিয় ছিলেন মহিত।

জেলা সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, আব্দুল মহিত করোনাভাইরাসের বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। চার দিন ধরে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। গতকাল রাতে নমুনা পরীক্ষার ফলাফলে তিনি করোনা পজিটিভ হন। এ অবস্থায় আজ সকালে শ্বাসকষ্ট বাড়তে থাকে। একপর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন।

এ পর্যন্ত মেহেরপুর জেলার ১ হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ৩৯ জন। তাঁদের মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৪ জন।