Thank you for trying Sticky AMP!!

মেহেরপুর জেলায় কোনো চিমনি ইটভাটা থাকবে না: জেলা প্রশাসক

আগামী পয়লা মে থেকে মেহেরপুর জেলায় কোনো চিমনি ইটভাটা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা প্রশাসক মো. আতাউল গনি। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে ইটভাটার মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন জেলা প্রশাসক।

আতাউল গনি বলেন, মেহেরপুর জেলায় টিনের চিমনির ইটভাটা ইতিহাস হয়ে যাবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে টিনের চিমনির ইটভাটা বন্ধের কোনো বিকল্প নেই। তাই পরিবেশের ক্ষতি হতে আর দেওয়া হবে না। আগামী ৩০ এপ্রিলের পর থেকে যেখানে চিমনি ইটভাটা থাকবে, তার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌফিকুর রহমান, ইটভাটা (চিমনি) মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম, সম্পাদক বাবলু মিয়া। সভায় জেলার টিনের চিমনি ইটভাটার মালিকেরা অংশ নেন।

প্রসঙ্গত, মেহেরপুর জেলার তিন উপজেলায় অবৈধ টিনের চিমনি ইটভাটা রয়েছে ৪০টি। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও সিলগালা করা হলেও পরে তা আবার চালু করা হয়।