Thank you for trying Sticky AMP!!

যমুনায় পাখি ধরতে গিয়ে পাড় ধসে দুই শিশুর মৃত্যু

বগুড়ার সোনাতলা উপজেলায় যমুনা নদীর পাড়ে পাখি ধরতে গিয়ে পাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার পাকুল‍্যা ইউনিয়নের রাধাকান্তপুর চরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো শাকিল (১৪) ও রুহুল আমিন (১২)। নিহতদের মধ‍্যে শাকিল বাক্‌প্রতিবন্ধী ছিলেন। সে উপজেলার পাকুল্লা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রামের নান্নু মোল্লার ছেলে। আর রুহুল আমিন একই গ্রামের পুটু মোল্লার ছেলে। সে রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, দুপুরের দিকে শাকিল ও রুহুল আমিন যমুনা নদীর পাড়ে মাটির গর্তে লুকিয়ে থাকা পাখি ধরতে যায়। এ সময় পাড়ের মাটি ধসে তারা চাপা পড়ে। দিনভর খোঁজাখুঁজি করার একপর্যায়ে সন্ধ্যায় স্থানীয় লোকজন দুজনের মরদেহ মাটির ভেতর থেকে উদ্ধার করে।

সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) জাহিদ হোসেন মন্ডল প্রথম আলোকে বলেন,সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘটনা জানার পর ওই চরে গিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।