Thank you for trying Sticky AMP!!

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের দাফন সম্পন্ন

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম। ফাইল ছবি

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

দাফনের আগে বাদ জোহর রাজধানীর যমুনা ফিউচার পার্ক প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

জানাজার আগে বাবার জন্য দোয়া চান মরহুমের ছেলে ও যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম। জানাজায় অংশ নেওয়ার জন্য সব মুসল্লির প্রতি কৃতজ্ঞতা জানান তিনি ।

গতকাল সোমবার ৭৪ বছর বয়সী এই শিল্পপতি করোনায় সংক্রমিত হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান। গত ১৪ জুন নুরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৪৬ সালে নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নের কামারখোলা গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল ইসলাম।