Thank you for trying Sticky AMP!!

যশোরে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ঈদের জামা পেল ৮২ শিশু

প্রথম আলো যশোর বন্ধুসভার উদ্যোগে এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদের নতুন জামা দেওয়া হয়েছে। যশোর, ৮ জুন। ছবি: প্রথম আলো

‘মা বলছিল পুরান জামাডাই গায় দিবি’- নতুন জামা হাতে পেয়ে আনন্দ নিয়ে এ কথা বলল রকি। এবার ঈদে মা নতুন জামা কিনে দিতে পারবেন না শুনে খুব মন খারাপ হয়েছিল রকির। হঠাৎ করে হাতে এমন নতুন জামা চলে আসবে, তা ভাবতেই পারেনি। তাই তো জামা হাতে তার আনন্দ আর ধরে না।

প্রথম আলো যশোর বন্ধুসভার উদ্যোগে রকির মতো দরিদ্র ৮২ শিশুকে ঈদের নতুন জামা বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে প্রথম আলো যশোর কার্যালয়ে বিভিন্ন বয়সের ছেলে-মেয়ের হাতে নতুন জামা তুলে দেওয়া হয়। এ কর্মসূচির নাম ‘একটি করে রঙিন জামা’।

নতুন জামা পেয়ে ১০ বছর বয়সের রকি জানায়, ‘মার কাছে ঈদে নতুন জামা চাইলাম। মা বলেছে, এবার আর দিতি পারবানে না। পুরানডা গায় দিবি। এখন নতুন জামা পেয়ে আমার খুব আনন্দ হচ্ছে।’

বন্ধুসভার বন্ধুরা তিন দিন ধরে যশোর শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে ছিন্নমূল শিশুদের তালিকা প্রস্তুত করেন। পরে বাজার থেকে বয়স ভেদে শিশুদের রঙিন পোশাক কেনা হয়। সেই পোশাক শিশুদের গায়ে পরিয়ে দেন বন্ধুসভার বন্ধুরা।

নতুন জামা বিতরণের সময় উপস্থিত ছিলেন উপশহর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাহনাজ পারভিন, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, বন্ধুসভার সহসভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, যুগ্ম সম্পাদক নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার সরকার, অনুষ্ঠান সম্পাদক মুসলিমা আক্তার মৌ, ক্রীড়া সম্পাদক আবু হুরাইরা ইফতি, সদানন্দ সরকার, প্রিয় দত্ত, মোবিনুল ইসলাম মোবিন, অনন্যা প্রমুখ।