Thank you for trying Sticky AMP!!

যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে না থাকায় বাংলাদেশকে সাধুবাদ রাশিয়ার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের যোগ না দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে রাশিয়া। গত সপ্তাহে ঢাকায় রুশ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বার্তায় এটি জানিয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
রুশ দূতাবাস তাদের বার্তায় ৯-১০ ডিসেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে যোগ না দেওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক এগিয়ে নিতে রাশিয়া সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনের প্রথম পর্বে ১১০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিত দেশের তালিকায় যেমন বাংলাদেশ নেই, তেমনি রাশিয়া ও চীনকেও আমন্ত্রণ জানানো হয়নি।