Thank you for trying Sticky AMP!!

যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর শৈলকুপা উপজেলার রাজনগর গ্রামের গৃহবধূ শিলা খাতুনকে যৌতুকের জন্য শ্বাসরোধ করে হত্যা করে দিদার লষ্কার। পরদিন শিলার মা হাসিনা বেগম বাদী হয়ে ৩ জনকে আসামি করে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ একজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র ও অপর দুজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আদালতে আবেদন জানান। আদালত ওই দুজনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে স্বামী দিদার লষ্কারের বিচার শুরু করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে দোষ প্রমাণিত হওয়ায় দিদার লষ্কারকে ফাঁসির আদেশ দেন আদালত।