Thank you for trying Sticky AMP!!

যৌতুক মামলায় স্বামীর দুই বছরের কারাদণ্ড

ফেনীতে স্ত্রীর করা যৌতুকের মামলায় এক ব্যক্তির দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাকির হোসাইন রোববার এ রায় দেন।

সাজা পাওয়া ব্যক্তির নাম মো. রবিউল হোসাইন (৩০)। তিনি চট্টগ্রামের ডাবলমুরিং থানার আসকারাবাদ এলাকার বাসিন্দা।

ফেনীতে আদালত পুলিশের জিআরও (সাধারণ নিবন্ধন) উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ উল্যা রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামির অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রাশেদা আক্তারের সঙ্গে ২০১৩ সালের ৪ অক্টোবর মো. রবিউল হোসাইনের বিয়ে হয়। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর রবিউল বিদেশ যাওয়ার জন্য স্ত্রী রাশেদার ভাইয়ের কাছে ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় রাশেদাকে বাপের বাড়ি পাঠিয়ে দেন রবিউল। সম্প্রতি রবিউল চট্টগ্রামে আরও একটি বিয়ে করেন। এরপর রবিউলের বিরুদ্ধে রাশেদা একটি মামলা করেন।