Thank you for trying Sticky AMP!!

রবির গ্রাহক ৫ কোটি

দেশের দ্বিতীয় শীর্ষ মোবাইল অপারেটর রবি আজিয়াটার গ্রাহকসংখ্যা পাঁচ কোটিতে উন্নীত হয়েছে। অপারেটরটি জানিয়েছে, করোনা পরিস্থিতির কিছুটা উন্নতির পর তাদের গ্রাহক বাড়ল। রবি বলছে, তাদের প্রতি মানুষের আস্থা বেড়েছে।

রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ আজ বুধবার এক অনলাইন সংবাদ সম্মেলনে গ্রাহকসংখ্যা পাঁচ কোটিতে উন্নীত হওয়ার বিষয়টি জানান। এতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান জহুরুল হক উপস্থিত ছিলেন।

মাহতাব উদ্দিন আহমেদ বলেন, পাঁচ কোটি গ্রাহক অর্জনের বিষয়টি উদ্যাপনের লক্ষ্যে রবি-এয়ারটেল গ্রাহকদের প্রতিদিন পাঁচ কোটি মেগাবাইট ইন্টারনেট ডেটা বোনাস দেওয়া হবে। এ ডেটা পেতে গ্রাহকদের নির্দিষ্ট জনপ্রিয় ডেটা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি রবি-এয়ারটেল গ্রাহকদের ১ পয়সা/সেকেন্ড-এর সব ভয়েস কল অফারের সঙ্গে ৫ দিন অতিরিক্ত মেয়াদ দেওয়া হবে।

মাহতাব উদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমরা এখন ডিজিটাল ইকোনমি নামে এক নতুন ধারার অর্থনীতিতে প্রবেশ করেছি, যেখানে আমাদের জীবনের সবকিছু ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। এ যাত্রায় অংশীদার হওয়ার মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে নতুনভাবে সাজিয়ে তুলতে কাজ করবে রবি।’

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে ৫ কোটি গ্রাহক অর্জনের যাত্রায় রবির বিভিন্ন মাইলফলক অর্জন তুলে ধরেন কোম্পানির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ।