Thank you for trying Sticky AMP!!

রবীন্দ্র অধ্যয়ন সভা ২০২০ উদ্বোধন

রবীন্দ্র অধ্যয়ন সভার উদ্বোধন উপলক্ষে শিল্পী নাঈমা বিন্তির পরিবেশনা। ছবি: সংগৃহীত

রাজধানীর দীপনপুরে খামখেয়ালি সভার বছর মেয়াদি রবীন্দ্র কোর্সের পঞ্চম আবর্তন রবীন্দ্র অধ্যয়ন সভা ২০২০–এর উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার ১৭ জানুয়ারি বিকেলে কোর্সের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রবীন্দ্র তত্ত্বাচার্য ও রবীন্দ্রগুণী অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খামখেয়ালি সভা ট্রাস্টের সভাপতি মাহমুদ হাশিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসান সালহে জয়।

রবীন্দ্র অধ্যয়ন সভা ২০২০–এর উদ্বোধনের আগে রবীন্দ্র অধ্যয়ন সভা ২০১৯–এর শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

অনুষ্ঠানের প্রথম পর্বে কোর্সের উদ্বোধনের পূর্বে রবীন্দ্র অধ্যয়ন সভা ২০১৯ সফলভাবে সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ ও খামখেয়ালি সভা ট্রাস্টের স্থায়ী সদস্যপদের চিঠি প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি করেন বিশিষ্ট বাচিকশিল্পী মজুমদার বিপ্লব, রবীন্দ্রসংগীত গেয়ে শোনান শিল্পী মকবুল হোসেন ও নাঈমা বিন্তি।