Thank you for trying Sticky AMP!!

রমজানে বাজার-সদাই

চলে এল পবিত্র মাহে রমজান। পবিত্রে এ মাসে মুসলিমদের জীবনাচরণে আসে পরিবর্তন। বদলে যায় খাদ্যাভ্যাসও। রোজাদারদের কথা মাথায় রেখে বিভিন্ন খাদ্যপণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিক্রিও জমে উঠেছে। তবে বৃহস্পতিবার রোজা শুরু হবে ভেবে অনেকই গতকাল বুধবার কেনাকাটা সেরে নিয়েছেন। ঢাকার নিউমার্কেট ঘুরে দেখা গেছে দোকানিরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য নিয়ে প্রস্তুত। তবে দাম চড়া বলে অভিযোগও রয়েছে। চাহিদা থাকায় দেশি পণ্যের পাশাপাশি আমদানি করা পণ্যও রাখছেন ব্যবসায়ীরা। ছবিগুলো বৃহস্পতিবারের।

নতুন পণ্য দিয়ে দোকান সাজাতে ব্যস্ত এক দোকানি।
প্রতি কেজি লাল আঙুরের দাম ৪৫০ টাকা এবং সবুজ আঙুরের দাম ৩৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত।
প্রতি কেজি কোরাল ও আইড় মাছের দাম ৭০০ টাকা করে চাওয়া হচ্ছে।
প্রতি কেজি খেজুরের দাম ৮০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। প্যাকেটজাত খেজুরের দাম কিছুটা বেশি।
খাসির মাংস বিক্রি হচ্ছে সরকার-নির্ধারিত দামে। প্রতি কেজি ৭২০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজির দাম চওড়া, প্রতি কেজি লম্বা বেগুনের দাম ৮০ টাকা। ছোট বেগুনের দাম ৭০ টাকা।
বিদেশি পিচ ফলও পাওয়া যাচ্ছে। প্রতি কেজির দাম রাখা হচ্ছে ২৮০ টাকা।
দেশি ছোলা ৭০ টাকায় এবং বিদেশি ছোলা ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।