Thank you for trying Sticky AMP!!

রাখের উপবাস

>কথিত আছে, প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। সেই থেকে প্রিয়জনের মঙ্গল কামনায় প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার এই উপবাস বা ‘কার্তিকব্রত’ পালন করেন লোকনাথভক্তরা। রাজধানীর স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে কার্তিকব্রত বা রাখের উপবাস উপলক্ষে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন শেষ হলে উপবাস ভাঙেন তাঁরা।
প্রদীপ প্রজ্বালনের পুরোটা সময় লোকনাথ পাঁচালি পাঠ করেন ভক্তরা
প্রার্থনারত এক পুণ্যার্থী
যাঁদের জন্য প্রার্থনা করা হয়, তাঁদের একেকজনের নামে একেকটি প্রদীপ প্রজ্বালন করা হয়
স্বামীবাগে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দির প্রাঙ্গণে ভক্তরা
উৎসবকে কেন্দ্র করে মন্দিরটি মিলনমেলায় পরিণত হয়
দূরদূরান্ত থেকে ভক্তরা এখানে জড়ো হন এবং প্রদীপ, ফুল, ফল নিয়ে প্রার্থনায় অংশ নেন
অনেকে এ অনুষ্ঠানকে ‘গোসাইর উপবাস’ ও ‘ঘৃতপ্রদীপ প্রজ্বালন’ উৎসব নামেও জানেন