Thank you for trying Sticky AMP!!

রাজধানীর খেলনা মেলা

>

বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণে চলছে খেলনা মেলা। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৮ উপলক্ষে বিল্ড বাংলাদেশ ও খেলনা ব্যাংক যৌথভাবে মেলার আয়োজন করেছে। সংগঠন দুটি খেলনা ভাগাভাগির মধ্য দিয়ে শিশুদের মধ্যে জিনিসপত্র ভাগাভাগি করে নেওয়া শেখাতে চায় বলে প্রথমবারের এ আয়োজন। মেলায় দেশি–বিদেশি মোট ১১টি স্টল রয়েছে। স্টলগুলোতে সাজানো আছে পুতুল, খেলনা গাড়ি, শিক্ষামূলক খেলনাসহ আরও কত কী। খেলনার স্টলের পাশাপাশি মেলায় রয়েছে বায়োস্কোপ, বিভিন্ন রাইড। সাত দিনব্যাপী এই মেলা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। ছবিগুলো গতকাল বুধবারের।

মেলায় এসে বায়োস্কোপ দেখছে শিশুরা।
খেলনার স্টলের পাশাপাশি মেলায় রয়েছে মজার সব রাইড।
রূপকথার গল্পের প্রাসাদের মতো করে তৈরি করা হয়েছে খেলনার স্টল।
ছোটদের জন্য রয়েছে নানা ধরনের শিক্ষামূলক খেলনা।
ফুল বিক্রি করতে এসে স্টলের খেলনা দেখছে এই শিশু।
একটি স্টলে সাজানো ‘ফ্ল্যাশিং বল’।
খেলনা ট্রেনে চড়েছে এক ছিন্নমূল শিশু।