Thank you for trying Sticky AMP!!

রাজবাড়ীতে আরও ১১ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স

রাজবাড়ীতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। আজ বুধবার নতুন করে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। মোট মৃত্যু হয়েছে চারজনের।
রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, গত রোববার মোট ৪৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। মোট ১১ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। তাঁদের মধ্যে মারা যাওয়া এক বৃদ্ধার নমুনা পজিটিভ এসেছে।
জেলায় মোট ৫ হাজার ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনার ফলাফল পাওয়া গেছে ৪ হাজার ৯৮৫ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৪০ জন।
সিভিল সার্জন মো. নুরুল ইসলাম বলেন, নমুনা পরীক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যে পাওয়ার জন্য উপসর্গ ছাড়া নমুনা সংগ্রহ করা হচ্ছে না। শুধু সুনির্দিষ্ট উপসর্গ থাকলেই নমুনা পরীক্ষা করা হচ্ছে।