Thank you for trying Sticky AMP!!

রাজবাড়ীতে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

রাজবাড়ীতে মাদক মামলায় এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা আজ বুধবার দুপুরে এই রায় দেন।

সাজা পাওয়া নারীর নাম শাপলা বেগম (২৫)। তিনি রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় শাপলা আদালতে উপস্থিত ছিলেন।

রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ। তিনি বলেন, ওই নারীর বিরুদ্ধে মাদকের আরও মামলা আছে। শাপলা একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

আদালত সূত্রে জানা যায়, শাপলা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে গত বছরের ১১ মার্চ তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে শাপলার বসতঘরের আলমারি থেকে ২৫২ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ রাজবাড়ী সদর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করেন। আদালত ছয়জনের সাক্ষ্য নেন।