Thank you for trying Sticky AMP!!

রাজবাড়ীতে হত্যার দায়ে ছেলের ফাঁসি, বাবার যাবজ্জীবন

রাজবাড়ীতে হত্যা মামলার রায়ে ছেলেকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও বাবাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আমিনুল হক এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রবিউল সরদার (২৯) ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন রবিউলের বাবা মিনাজ উদ্দিন সরদার। এ ছাড়া দুজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ বলেন, ছাগলে মেহগনিগাছ খাওয়াকে কেন্দ্র করে ২০১৩ সালের ১২ মে সন্ধ্যায় একটি সালিসের আয়োজন করা হয়। সালিস চলাকালে ঠান্ডু সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ঠান্ডুর ভাই লিটন মাহমুদ বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। বিচার শেষে আদালত অপর চারজন খোরশেদ সরদার, বেনুয়া বেগম, পলি ও দেলোয়ারা হোসেনকে খালাস দেন।