Thank you for trying Sticky AMP!!

রাজশাহীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

রাজশাহীতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসাইন এ রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম আয়নাল হক (৩০)। তিনি রাজশাহীর পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে পারিবারিক কলহের জেরে বাড়ির সামনে আয়নাল তাঁর স্ত্রী সাফিয়া খাতুন ওরফে বুলবুলিকে (২৫) গলা কেটে হত্যা করেন। ঘটনার দিন পুলিশ আয়নালকে গ্রেপ্তার করে।

রাজশাহীর শাহ মখদুম থানায় আয়নালের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত সাফিয়ার বাবা জয়নাল আলী। পবা উপজেলার মদনহাটি গ্রামে জয়নালের বাড়ি।

এই মামলায় ২০ জন সাক্ষ্য দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এহসান আহম্মেদ জানান, গ্রেপ্তারের পর আসামি আয়নাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। তা ছাড়া ঘটনাটি ঘটেছিল প্রকাশ্যে। সাক্ষীরা সাক্ষ্য দিয়েছেন। এর ভিত্তিতে আদালত তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। আসামি চাইলে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় আসামি আয়নাল কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আয়নালের মা শাহেদা বেগম দাবি করেন, তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন। তিনি শ্রমিকের কাজ করতেন। মানসিক ভারসাম্যহীনতার কারণে এক দিন কাজে গিয়ে চার দিন বসে থাকতেন। আর সারাক্ষণ বাড়িতে বকবক করতেন। এ রায়ে তিনি অসন্তুষ্ট। ছেলের সাজা কমানোর জন্য তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।