Thank you for trying Sticky AMP!!

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বিচ্ছিন্ন

রাজশাহী

রাজশাহীর চারঘাট উপজেলায় হলিদাগাছি এলাকায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

নাটোরের আবদুলপুর জংশনের স্টেশন ম্যানেজার আবদুল করিম প্রথম আলোকে বলেন, হলিদাগাছি এলাকায় তেলবাহী ওয়াগনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। সোয়া সাতটার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলের দিকে গেছে। উদ্ধারকাজ শুরু করার পর কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা এখনই বলা সম্ভব নয়।

স্টেশন ম্যানেজার আবদুল করিম আরও বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা রাজশাহীগামী সিল্কসিটি ট্রেন আটকা পড়েছে। রাজশাহী রেলওয়ে সূত্র জানিয়েছে, এই দুর্ঘটনার কারণে রাজশাহী থেকে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হতে পারে।