Thank you for trying Sticky AMP!!

রাজারবাগ পুলিশ লাইনসের গুদামে গভীর রাতে আগুন

রোববার গভীর রাতে লাগা আগুন ভোরে নিয়ন্ত্রণে আসে। ছবি: সংগৃহীত

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের একটি গুদামে গতকাল রোববার গভীর রাতে আগুন লাগে। এতে বেশ কিছু পুরোনো মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, গতকল দিবাগত রাত আড়াইটার দিকে তারা আগুন লাগার খবর পায়। এরপর তাদের গাড়ি পুলিশ লাইনসে পাঠানো হয়। ভোর পাঁচটা পর্যন্ত পাটি ছিটিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

পল্টন থানার পুলিশ জানায়, যেখানে আগুন লাগে, সেটা একটি টিনশেড ভবন। এর পেছনে পিওএম ব্যারাক, পুলিশ লাইনসের অস্ত্রাগার ও ডিপার্টমেন্টাল স্টোর। হঠাৎ এই টিনশেডে আগুন নিয়ে সবাই বেশ হতচকিয়ে যান। এই টিনশেডে শুধু পুরনো হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, লেগ গার্ডসহ পরিত্যক্ত মালামাল রাখা হতো। মূল্যবান কোনো কিছু সেখানে ছিল না।

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের পুলিশের উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন প্রথম আলোকে বলেন, এটা খুব ছোট আগুন, তেমন কিছুই হয়নি।