Thank you for trying Sticky AMP!!

রাষ্ট্রীয় পদক্রমের প্রয়োগ হবে কেবল রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে

শুধু রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে ওয়ারেন্ট অব প্রিসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম প্রয়োগ করা হবে। এ জন্য ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে পরিবর্তন করে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতদিন ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের এক নম্বর নোটসে বলা ছিল রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানের পাশাপাশি সরকারের অন্যসব উদ্দেশ্যেও এটি পালন করা হবে। এখন সরকারের অন্যসব উদ্দেশ্য কথাটি বাদ দেওয়া হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে ১৯৭৪ সালের ১১ জানুয়ারি প্রথম ওয়ারেন্ট অব প্রিসিডেন্স জারি করা হয়েছিল। তখন শুধু রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে এর প্রয়োগ হতো। পরে তা সংশোধন করে রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানের পাশাপাশি সরকারের অন্যসব ক্ষেত্রে কথাটি যোগ করা হয়েছিল।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে কে কোথায় বসবেন তা ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী নির্ধারণ করা হয়।