Thank you for trying Sticky AMP!!

রেলস্টেশনে জীবাণুনাশক স্প্রে

দেশে করোনাভাইরাসের আতঙ্ক বাড়ছে। অনেকেই রাজধানী ছাড়ছেন। আজ শুক্রবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী মানুষের ভিড় দেখা যায়। স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আজ শুক্রবার ভোর থেকে স্বেচ্ছাসেবকেরা কমলাপুর রেলস্টেশনে জীবাণুনাশক স্প্রে করেন। করোনার কারণে সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকায় হাত ধোয়ার জন্য পানির ব্যবস্থা, বিনা মূল্যে স্যানিটাইজার বিতরণসহ নানা উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

রাজধানী ছাড়তে কমলাপুর রেলস্টেশনে ঘরমুখী মানুষের ভিড়
ট্রেনের যাত্রীদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন স্বেচ্ছাসেবকেরা
ট্রেনের বগির ভেতরে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে
স্টেশনের প্ল্যাটফর্মে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে
হাতের সংস্পর্শে বেশি আসা অংশগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হয়
গণপরিবহন জীবাণুমুক্ত করতে এ উদ্যোগ সংগঠনটির
কমলাপুর রেল কর্তৃপক্ষও স্টেশনের প্রবেশমুখে যাত্রীদের স্যানিটাইজার দিচ্ছে