Thank you for trying Sticky AMP!!

বোতলজাত পানি

‘রেল পানি’ সরবরাহ আপাতত বন্ধ

রেলের নিজস্ব ব্র্যান্ডের বোতলজাত পানি ‘রেল পানি’র বিক্রি সাময়িক বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডাস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে এই পানি পরীক্ষার পর বাজারজাত করা হবে।

রোববার রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রেল পানি’ চালু করার লক্ষ্যে রেলওয়ে সম্প্রতি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। বিষয়টি নিয়ে কিছু গণমাধ্যম সঠিক তথ্য যাচাই-বাছাই না করে মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদন প্রকাশ করে।

রেলপথ মন্ত্রণালয় বলেছে, পানির গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআই ও বুয়েটের কাছে নমুনা পাঠানো হয়েছে। এই পানির বাজারজাতকরণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন রেলওয়ে অবহিত হয়ে এর বিক্রি বন্ধ রেখেছে।

১ অক্টোবর থেকে ট্রেনে ‘রেল পানি’ নামে নতুন ওই বোতলজাত পানি সরবরাহ শুরু করে রেলওয়ে।