Thank you for trying Sticky AMP!!

রোজায় অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন। ঢাকা, ০৬ এপ্রিল। ছবি: পিআইডি

রোজার মাসে সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সময়সূচি নির্ধারণ করা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম নির্ধারিত গণমাধ্যমকে বৈঠকের সিদ্ধান্ত জানান।

করোনাভাইরাসের এই পরিস্থিতিতে গত দুই সপ্তাহ বন্ধের পর আজ মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি হয়েছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। সমসাময়িক সময়ে গণভবনে মন্ত্রিসভার বৈঠক হওয়ার নজির নেই। সাধারণত তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং সচিবালয়ে এই বৈঠক হয়ে থাকে। মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে সেখানে বসার আয়োজন করা হয়।

রমজানে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজস্ব বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

চাঁদ দেখা সাপেক্ষে ২৪ বা ২৫ এপ্রিল থেকে রমজান শুরু হবে।