Thank you for trying Sticky AMP!!

রোহিঙ্গাদের নৌকা ফেরাল বিজিবি

মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টার সময় রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার বিকেল চারটার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে নৌকাটি অনুপ্রবেশের চেষ্টা করে। নৌকায় ১২ জন রোহিঙ্গা ছিল। তাদের মধ্যে তিনজন নারী, দুজন পুরুষ ও সাতজন শিশু-কিশোর।

টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার প্রথম আলোকে বলেন, ওই নৌকার আরোহীদের মধ্যে শিশুর সংখ্যা বেশি ছিল। তিনি বলেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে, সে জন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। পরে তাদের একই সীমান্ত দিয়ে মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করা হয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশে রোহিঙ্গার ঢল নামেন। রাখাইন রাজ্যে সহিংসতার কথা বলে সে দেশের সেনাবাহিনী ধরপাকড় চালায়। এ সময় তারা নির্যাতন, বাড়িঘরে আগুন ও গণধর্ষণ চালালে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করেন।