Thank you for trying Sticky AMP!!

রোহিঙ্গা শিবিরে প্রথমবারের মতো করোনা শনাক্ত

ফাইল ছবি।

প্রাণঘাতী করোনাভাইরাস হানা দিয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরেও। আজ বৃহস্পতিবার উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে দুইজন রোহিঙ্গা শরণার্থীর নমুনা পরীক্ষায় করোনার জীবাণু পাওয়া গেছে।

এ নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত কক্সবাজারে আক্রান্ত হলো দুই রোহিঙ্গাসহ ১৩৬ জন। মারা গেছেন রামুর স্থানীয় একজন নারী।

কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া বলেন, বৃহস্পতিবার এই ল্যাবে পরীক্ষা হয়েছে ১৮৬ জনের নমুনা। এর মধ্যে ১৭ জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদের মধ্যে দুইজন রোহিঙ্গা শরণার্থী। অপর ১৫ জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলার ৯জন, চকরিয়ার চারজন, পেকুয়ার একজন এবং রামুর একজন।

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে সেদেশের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় আট লাখেরও বেশি রোহিঙ্গা। এর আগেও বিভিন্ন সময়ে আশ্রয় নিয়েছে কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।