Thank you for trying Sticky AMP!!

লক্ষ্মীপুরে আরও ৪৬ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪৯। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গতকাল বৃহস্পতিবার রাতে পাওয়া প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ১৭৯টি নমুনা পরীক্ষায় আরও ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। কোভিডে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ৩০ জন, রামগঞ্জের ১০ ও রায়পুর উপজেলার ছয়জন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত করোনায় মারা গেছেন নয়জন।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় লক্ষ্মীপুর জেলার তিনটি পৌরসভা ও ১২টি ইউনিয়নকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় গত মঙ্গলবার থেকে লকডাউন কার্যকর রয়েছে, যা চলবে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন মো. আব্দুল গাফ্ফার বলেন, করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা মে মাসের তুলনায় চলতি জুন মাসে বেড়েছে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। ‘রেড জোন’ চিহ্নিত করে লকডাউন কঠোরভাবে কার্যকর করা হচ্ছে।